সভ্যতার গলিপথে অদম্য লিপ্সা
রক্ত নেশায়,
সভ্যতার পাণ্ডলিপি নৈরাজ্যের দখলে
কলঙ্কের নির্লজ্জ উৎসব।
ব্যথাতুর আর্তনাদ!
প্রত্যাশার আলিঙ্গনে বিষাদের ছাপ,
উৎসব মুখর রাতে বিগলিত অন্ধকার!
সভ্যতার পঁচা ডোবায় নাগরিক অধিকার।
মুখোশ আটা কম্পমান রশ্মি
অর্ন্তজ্বালে যৌবনের ঢেউ।
আবীর রাঙা আলোয় সভ্যতা জ্বলে,
অশ্রুতে ভাসে সভ্যতার আলো।
স্বপ্ন দেখে নির্লিপ্ত নেশায়,
আলোর অবগহনে বেরিয়ে আসে
রোমাঞ্চকর সভ্যতা;
সভ্যতার আলিঙ্গনে অসভ্যের আলিঙ্গন।
(২৪ জুলাই ২০১২)