সুশীল সমাজ, তোমরা থাকো ঐ সিদ্ধান্তহীন টকশো তে,
মধ্যবিত্তরাই পারবে, যুব সমাজকে দেশপ্রেম শেখাতে।
রাজনীতিবিদদের নীতি আদর্শ শেখাতে,
ব্যবসা ছেড়ে আদর্শ রাজনীতিবিদ হতে!
আজ যে যত বেশি ফাঁকিবাজ-ধড়িবাজ ,
সে তত বেশি ধনবান, ধান্ধাবাজ।
দেশকে ভালোবেসে রাজনীতি করতে পারিনি!
তাই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারিনি।
পঙ্কিলতার আবর্তে এঁদো ডোবায় ঘুরপাক খাচ্ছি,
একের দোষ অন্যের ঘাড়ে দিচ্ছি।
আজ আমাদের শপথ নিতে হবে
একাত্তর পূর্ব রাজনীতির আদর্শ শিখতে হবে।
দেশপ্রেম, মানবিক মূল্যবোধে দেশকে এগুতে হবে,
জাতিকে স্বপ্ন দেখিয়ে বাস্তবায়ন করতে হবে।
তবেই আমরা কুচক্রীমহলের বেড়াজাল থেকে
রক্ষা করতে পারব স্বাধীন সার্বভৌমত্বকে ।
আসুন আমরা সবাই প্রিয় মাতৃভূমিকে ভালোবাসি,
দেশপ্রেমি হয়ে, সবাই হই দেশের সেবাদাসী।
(২৮ জানুয়ারি ২০১১)