উদ্ভট আর অদ্ভুত রাজনীতি আজ এদেশে,
কার পথ কে দেখাবে! জাতি পাচ্ছে না দিশে।
সবাই আখের গোছাতে ব্যস্ত! যে যা পায় তাই খায়,
শুধু কি তাই! বিদেশে পাচার করে সর্বদায়।
শিক্ষিত মধ্যবিত্তরা ঝিমিয়ে পড়েছে,
দেশপ্রেম-স্বজাতির মমতায় ভাটা পড়েছে।
রাজনীতিবিদরাই আজ পথ ছেড়ে বিপথে,
কার কথা কে শোনে! ক’বে আসবে সুপথে!
নাটকের ভাষা চমৎকার আশা
‘কে দেবে আশা, কে দেবে ভরসা’।
তবু বলব তরুণ সমাজ, শিক্ষিত মধ্যবিত্তকে,
দেশপ্রেমি হয়ে পথ দেখাও বাঙালি সমাজকে।