উচ্চশিক্ষিতরা আত্মপ্রকাশের আগেই বিদেশে যাচ্ছে।
সুশীল সমাজের নামে, কিন্তু তারা কি করছে!
রাজনীতির লেজে-গোবরে আবস্থা, সারা গায়ে
পঁচা-দূর্গন্ধ নিয়ে দিব্বি ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে।
আজ আমাদের মূল্যবোধের কতো অবক্ষয়,
অশালীন আচারণে প্রতিপক্ষকে ঠকাই।
সর্বোচ্চ আদালতের দরজায় লাথি মারি,
মূল্যবোধহীন জ্ঞানপাপি। আহা! মরি মরি!
আবর্জনায় ভর্তি রাজনীতির মাঠ, ব্যর্থ সুশীল সমাজ!
হতাশার শিক্ষায় বেকারত্বের ভারে ন্যুজ্জ সমাজ।
অগ্রজরা শেখাচ্ছে প্রতিপক্ষকে হত্যা
চাঁদাবাজি, টেণ্ডারবাজি। হারাচ্ছে জনপ্রিয়তা।