অজানা চক্রঘোরে দিশেহারা রাজনীতি,
পথ হারিয়ে বিপথে আজ সামাজিক অগ্রগতি।
আর প্রগতি! সে তো বিবৃতি আর বক্তৃতায়,
এক সময় ছিল শিক্ষিত আদর্শ বাঙালি ভাবনায়;
রাষ্ট্রচর্চায় বাংলার চেতনায় বাংলাকে স্বপ্ন দেখানো,
আর আজ রাজনীতিতে বেশি চলে কুৎসা রটানো।
এঁদো ডোবায়, কাদায় ঘুরপাক খাচ্ছে আজ!
আমাদের ভবিষ্যৎ অগ্রচারি ছাত্রসমাজ।
ব্যস্ত মাদক, টেণ্ডার আর রাজনীতির খুনোখুনিতে,
পড়ালেখার চেয়ে টাকা আজ ছাত্র রাজনীতিতে।
সুশীল সমাজ, প্রগতির কথা বলে চরিত্র বদলায়,
আত্মমর্যদা ভুলে সরকারি দলে যোগ দেয়।