স্বদেশের মাটি স্বদেশের কাদা পানি
মিশে আছে জ্যোর্তিময় আলোয়,
ছুঁযে যায় স্মৃতিগুলো আামার জীবন পাতায়।
সাদা মেঘের আনাগোনায়
খুলে যায় হৃদয় জানালা ।
ছুঁয়ে যায় চোখের পাপড়ি
জাগরণে অনন্ত জেগে ওঠে জ্বালা।
আলোকিত করে জন্মভূমির মাটি
তারই কাদা পানির বৃক্ষ ফুল ফল।
অবিরাম খেলা করে সূর্য
মেঘ বৃষ্টি আলোয় করে শীতল।
ছুঁযে যায় তৃষ্ণার্ত এ দেহ
শীতল করে গাছের মমতার ছায়ায়,
ছুঁয়ে যায় স্বপ্নগুলো জীবন প্রবাহে
মাতৃভূমির মাটিতে জ্যোর্তিময় আলোয়।
চোরাবালি আর মরীচিকায় হারায়।
তবু স্বপ্নগুলো ছুঁয়ে যায়
সুপ্ত স্মৃতির জানালায়
জন্মভূমির মাটির মমতায়।
(০২ এপ্রিল ২০১০)