টলটলে চোখ
নিটোল গাল
ছোট্ট চিবুক
দুধ সুগন্ধি ঠোঁট,
ফুটফুটে শিশু
যেন বেহস্তি ফুল
সুভাসিত মুকুল
দোলে জ্ঞান প্রজ্ঞ
ভক্তি সাহসে
এক অনাবিল উচ্ছ্বাসে।
অফুরন্ত ফুলের সমাহার
ভরিয়ে দেয় মন
তৃপ্তির আনন্দে।
(১৫ এপ্রিল ২০১৮)