মৃদু সমীরণে অন্তিম ক্ষণে ভিজে ভিজে,
কল্পোলোকের উচ্ছ্বাস-উল্লাস প্রতিকাজে।
তৃপ্ত অনুভবের স্বপ্ন শীতল কথোপকথন,
হতাশর স্বপ্ন অলীক কল্পনায় প্রহসন।
কষ্টের আঘাতে মনোবেদনা ঐ লালিত স্বপ্ন,
কৃষ্ণগহবরে অলৌকিক আলোর ফোয়ারা তখন।
চক্রান্তের আমন্ত্রণে আক্রান্ত ঐ যন্ত্রণা
কৌশলে সমাজজুডে দেয় কুমন্ত্রনা।