ছায়াতঙ্ক চর্তুদিকে অহর্নিশ,
অমাবশ্যার চাদরে মোড়া যেন প্রেতের নগরী!
এর মাঝে বসবাস।
নিস্তব্ধতার ফাঁকে ফাঁকে রমনার বটমূলে,
বাংলা একাডেমিতে কিংবা প্রভাত ফেরির
শোকার্ত মিছিলে।
লাশের গন্ধ চর্তুদিকে!
লুণ্ঠিত শাসকের অপশাসন।
ষড়যন্ত্রের সুদৃর প্রসারী মুনাফা অর্জন।
আমরা আপোষহীন বাঙালি, তবে
স্বেচ্ছাচারিতার মধ্যে বসবাস।
আইন অপমানিত নিত্যঘটনা!
তদন্ত ভূলুণ্ঠিত, নামেমাত্র লোক দেখানো ;
শাস্তিতে আছে দায়মুক্তি।
এমনই ছায়াতঙ্কের মধ্যে বসবাস,
স্বজনপ্রীতির বেড়াজালে আচ্ছাদিত!
দুর্নীতির দুর্নামে জাতির সুনাম ভুলুণ্ঠিত।
২৮ আগস্ট ২০০৬