কি যেন মনে করে
গিয়েছি দুয়ারে দুয়ারে,
জনশূন্য নিশীথ অন্ধকারে।
বন্ধ করে দ্বার, মেতেছে উৎসবে।
দুঃখ সুখের নিঠুর পীড়নে
ঊষা-গোধুলিতে বিজনে মরি দহনে,
প্রেমশূন্যদেহ পতনে
ফিরে আসি আপন অস্তিত্বের ছায়ায়।
সভ্যতার অবক্ষয়ে দেখি,
পুষ্পশূন্য উদ্যানে!
আনমনে সেই একই মনে।
আজও ঘুরি মর্ত্যরে চরাচরে,
নির্বিকার শুধু দৃশ্য পতনে!
বারবার ফিরি ছায়ামঞ্চে!
একাকিত্বে নৈমিত্তিক হাসি
প্রেমালাপে মত্ত শুকসারি
অলৌকিক উত্তাপে দুলে ওঠে মন,
ক্রোধ, ঘৃণা আর বিদ্বেষের
মহামারি ঐ ছায়ামঞ্চে!
(২৪ এপ্রিল ২০১১)