দূর হতে আসে ধ্বনি কানে বাজে সুর,
নুড়ি পাথরে ঘেরা আদ্যোপ্রান্ত তারই নূর।
কেঁপে ওঠে অঙ্গ বিপরীত হীতে মুখ,
চন্দ্রবনে শিশিরে গন্ধে জাগায় সুখ।
ঝগড়া বিবাদে মহাসম্মেলন চলেরাত অবধি,
যেন মহাকালের পরিত্যাক্ত বর্জ্যরে সমাধি।
ভষ্মলোচন পরক্ষণে তুমুল শোরগোল,
বনভূমি কাঁপিয়ে চন্দ্রবনে ওঠে বোল।
মাঘের মেঘ বৃষ্টি শেষে আবছা কুয়াশা,
বনের জ্যোৎস্না শীত কুয়াশায় ধুয়াশা।
বিমর্ষ মলিন পত্রহীন বৃক্ষের আর্তনাদ,
মহাপ্রেমিকের চোখে নির্ঘুম রাতের বিষাদ।
(২৮ নভেম্বর ২০১৩)