চলো ফিরে যাই আমাদের গাঁয়ে
মুক্ত বাতাসে খেলব সবুজ বটের ছায়ে।
পল্লী স্মৃতির হারানো ঐতিহ্য ঐ খেলা,
রাখাল ভাইকে নিয়ে খেলব সারাবেলা।
তুমি কি যাবে? চলো তবে যাই!
আমাদের সবুজ শ্যামল গাঁয়।
প্রকৃতির রূপ, দেখবে সে কতো অপরূপ!
ঋতুভেদে সকাল-সন্ধ্যায় কি মধুর রূপ!
সকালের শিশিরবিন্দু যেন মুক্ত,
প্রকৃতির সাথে গাঁয়ের নাড়ি কতো শক্ত।
চলো তবে ভাই, প্রকৃতির কাছে যাই
আমাদের আম কাঁঠালের মায়ার ছায়ায়।
চলো ফিরে যাই মায়া মমতার কাছে,
কাশফুল, নৌকা দেখবে খুব কাছে!
নির্মল বায়ু, সতেজ সবজী পাবে প্রভাতে,
আর এখানে বিকট শব্দ, উত্তপ্ত শহর দিনেরাতে।
দেখবে গাঁয়ে, পাখির বিচিত্র গান নদীর কলতান,
মুক্ত বাতাসে জুড়াবে তোমার প্রাণ।