চাঁদটা দেখ কত ভালো
রূপ বিলিয়ে জ্যোৎস্না দিলো
ধার করা ঐ সূর্যের আলো নিয়ে।
প্রথম দিন একটু ওঠে
কাচির মতো। যায় সে তটে
রূপ সাগরের রূপের দেশে যায় হারিয়ে।
সময়ের সাথে চাঁদটা বাড়ে
পূর্ণিমাতে জ্যোতি ছাড়ে
ভরিয়ে তোলে বিশ্বভূবন আলোতে।
তার পরেতে একটু করে
হারিয়ে যাও চুপি সরে
অন্ধকারে তলিয়ে যাও ধরার বুকেতে।
তুমি আঁধার রাতের আলো
তুমি শান্ত ভীষণ ভালো
রূপ ছড়িয়ে বিশ্বভূবন জাগাও আলোতে।
(১২ জুন ২০০৯)