তুমি, যতটুকু জানো! যতটুকু চিনেছো আমাকে।
চিনেছি তার চেয়ে বেশি। হয়ত বা অন্তরের গভীরে!
মনে আছে কী! সেই, সে দিনের দেখা? কিছু কথা
তারপর চলে যাওয়া। কেউ কি ভেবে ছিল!
আমাদের দেখা হবে আবার ,
ঐ দু’টি কথা আর সব অজানা।
নিঃশব্দে দাঁড়িয়ে, তাকিয়ে দু’চোখে। ভরিয়ে দিলে
আমায় চুমোয় চুমোয় ভালোবেসে।
তুমি দেবি প্রতিমা। আমি চির দুঃখী
সবই আছে, সবাই আছে: তবু যেন কিছু নেই।
নিন্দার ঝড় তোলে আমায় নিয়ে,
সবাইকে চিনেছি আমি, আজও দেখি নতুন রূপে
কে কতটা চিনেছে জেনেছে আমাকে?
একমুখে দুই কথা, যেখানে যেমন
তবু, তুমি পিছে পিছে আকুতি মিনতি করে
ডাকলে সোনাপাখি বলে, আদর মাখা সুরে।
ভুলে যাই দুঃখ যত---শত ব্যথা,
জড়িয়ে ধরে; চুমু খেয়ে; বললে, সেনাপাখি
তোমার ভালোবাসার যাদুতে ভরে ওঠে হৃদয়খানি।
বুঝতে দেয়নি তোমায়, হৃদয় মেঘের ঘনঘটা
বুঝতে কেউ চায়না আমর মনের কথা
দুঃখ যাতনা ব্যথা।