অচেনা মন! বিশ্ব সংসার কতটা চেনা!
বহুরূপী সংসারে বসবাস সবই অচেনা।
চেনা চেনা ভান করে! তবু রহস্য অজানা,
জানা অজানার মাঝেও থাকে সে অচেনা।
ভুলো মন, পাশাপাশি থেকে মনে হয় চিনি!
একত্রে বসবাস, তবু সংসারে কতটুকু জানি।
হয়ত কাজের ভীড়ে ভালোবাসতে গিয়ে চেনা,
থেকে যায় অজানা। স্বার্থের কাছে যায় চেনা।
আমাদের জগত সংসারে বিচিত্র মানুষের মাঝে,
বিশ্বাস হারিয়ে শক্তি খোঁজে নতুন বন্ধুর মাঝে।
প্রকৃতি খেলে তার খেলা, সব কি জানা শোনা!
এ জগতকুঞ্জবনে, পানির মতো স্বচ্ছ তবু অচেনা।
মায়াবী ছলনাময়ী মমতাময়ী সংসারে কতটা জানা!
মমতায় সেরা আদরে ঘেরা মা-জননীকে যায় চেনা।
বাকি সব থেকে যায় অচেনা। আমাদের জানার মাঝে।
চলার পথে সবাইকে কতটা চিনি জানি! বহুরূপের মাঝে।
(২২ নভেম্বর ২০০৯)