সৃষ্টিকে অবহেলা করে তোমরা ছুটছ বিত্তের পিছে,
দেশ- মাতা-মাতৃভাষাকে ভালোবাসো ভক্তিভরে
নতুবা পাবে না দিশে।
হয়ত দেখবে একদিন সবগেছে রসাতলে,
জাতীয় বেইমান ভেবে তোমায় যাবে সবাই ভুলে।
মানুষের মাঝে যারা খোঁজে মন্দির মসজিদ,
ঋষি দরবেশ মহাবীর কেউ বা হয় পন্ডিত।
মর্মবাণীতে বাংলায় শুধু ভেদা ভেদ,
আমার চেতনায় বাংলাদেশ। আমার নেই বিভেদ।
মহাবেদনার অন্তরালে ঘটে যায় ধুলিমাখা কাদা জলে,
রিলিফ আসবে মহাউৎসব করে, আমাদের রেখে বন্যা জলে।
হায়রে মোদের নেতা!
তোমরা পারলে না হতে জনতার মিতা।
ভাষণে শুধু আমি জনতার
না! না! হবে না।
বিজয়ের উৎসব আর রক্তে রাঙা ইতিহাস ভালোবাসো,
শুধু ঐ বক্তৃতা আর মিছিলে নয়।
ক্ষুধাতুর পেটে বিজয়ের ইতিহাস মূল্যহীন,
অন্ন যোগাতে বাড়ে শুধু ঋণ।
আর দেশ জাতিকে ভুলে,
নেতা-নেত্রীরা আখের গোছাতে ব্যস্ত স্বীয় স্বার্থে।
আমার চেতনায় বাংলাদেশ। শুধু বাংলাদেশ।
( ২২ নভেম্বর ২০০৮ )