জেগে উঠুক বাঙলার প্রান্তর
ফিরে পাই যেন হারানো উৎসব
রণ হুঙ্কর
কিংবা বাঁচার চিৎকার।
দুর্নীতির কাছে দিশেহারা জাতি,
রাজটীকা আজ করঙ্কিত, ভয়ঙ্কর প্রীতি।
মানবতার অপমান। বিকৃত জাতির ইতিহাস।
বিকৃত মনুষত্বের উত্তরাধিকার, করছে উপহাস।
আজ রোদহীন আলোহীন রাজনীতির আবর্তে,
মনুষত্ব হারিয়ে চলেছি ন্যায়নীতিহীন গর্তে।
লুটপাটের নগ্নতা!
গণমানুষের খাদ্য জনপ্রতিনিধির ঘরে।
আমরা ছুটি শহীদ মিনারে আর ওরা সুইচ ব্যাঙ্কে,
আমরা জনগণ থাকি আতঙ্কে!
বিত্ত বৈভবে আজ নব্য ধনি, হয়ে যায় এলিট শ্রেণি
জ্ঞানের শিখরে ‘ক’ মূর্খ আর বিত্তের বাজারে সম্মানী।
ছুটে চলে নামি দামি গাড়ি,
গড়ে তারা নিত্য নতুন ফ্লাটবাড়ি।
খেটে খাওয়া মানুষের কাঁধে পা রেখে,
কলঙ্কিত করে বাঙালিকে আর অভিশিপ্ত দেশকে।
জাতির বিকৃত ইতিহাস গড়তে,
ভোট দিই। মনুষত্ব হারিয়ে নব আইন করতে।
ভণ্ড ধড়িবাজ তবুও আমরা তাদের আজ্ঞাবাহি,
দুর্নীতি সন্ত্রাসে দেশ জাতি করছে ত্রাহি ত্রাহি।