ভেজা চুলে করিডোরে দাঁড়িয়ে
কখনো বা চিরুণী দিয়ে আঁচড়াতে আঁচড়াতে
দূরে তাকায় রেলিংয়ে ভর দিয়ে
থুতুতে হাত দিয়ে
এক মনে চেয়েছে দূরে।
চুল থেকে চিরুণী নিচে পড়ার শব্দে
আচমকা দাঁড়িয়ে
চিরুণীটা তুলে নিলে
আনমনে চুপিচুপি হাসলে।
তারপর ঘরে গিয়ে
আয়নার সামনে একাকী দাঁড়িয়ে
নিজেকে এক নজর দেখলে!
মনে মনে কি যেন কি ভাবলে,
অবশেষে চোখ জুড়ে শ্রাবণধারা।