সবুজ চরণ ভূমি খরতাপে কাঁপে
গ্রীষ্মের মিঠে কড়া রোদে,
তৃষিত নয়নে তৃষ্ণা বাড়ে
চাতক পাখির মতো
খুঁজে ফেরে মেঘবৃষ্টি।
ভ্যাপসা গরমে অতিরিক্ত ঘামে
বৈরী আবহাওয়ার মাঝে এক পশলা বৃষ্টি
আপন সাজে পরিবর্তনের ছোঁয়া।
গোধুলি আলোয় অপরূপ সবুজ চরণ ভূমি।
নতুনের উৎসব খোঁজে সোনালী ধানক্ষেত
সবুজ আর নীলের মেঘবৃষ্টির দেশে।
তীব্র তাপদাহে জৈষ্ঠ্য শেষে আষাঢ়ে
আগমণীর বার্তা দেয় বর্ষার।
প্রশান্তির মেঘ খুঁজে ফেরে রিমঝিম বৃষ্টি,
দীর্ঘশ্বাস ছেড়ে আড়মোড়া দিয়ে
জেগে ওঠে সবুজ চরণ ভূমি।
(১৯ মে ২০১৭)