সবুজ গ্রহের সুন্দর ধরণী আমাদের এ পৃথিবী,
শিল্পায়নের নামে কার্বন নিঃসরণ বিজ্ঞানীদের দাবি।
যতো বেশী উন্নয়ন
ততো বেশী উৎপাদন
ততোই কার্বণ, মিথেন নিঃসরণ।
সূর্যের অতিবেগুনি রশ্মি,
ওজন স্তরের ক্ষতির কারণ।
কার্বন মিথেন নিঃসরণ করছে বেশী উন্নত বিশ্ব,
নিচু সমুদ্র উপকূল দেশকে করছে নিঃস্ব।
কার্বণ নিঃসরণে ফুটো হচ্ছে ওজন স্তর,
অতিবেগুনি রশ্মি আসছে বিস্তর।
পৃথিবী হচ্ছে গরম,
গলছে জমাট বাধা বরফ!
বাড়ছে সাগরের পানি
তলিয়ে যাচ্ছে বসত আবাদি জমি।
সকল ভোগান্তি গরিবের
প্রাকৃতিক দূর্যোগের আশঙ্কা বিজ্ঞানীদের!
পরিবেশবিদেরা ভাবছে ,
তলিয়ে যাবে মালদ্বীপ-নেপাল-বাংলাদেশ
ধরণীর বুক থেকে আমরা হবো নিঃশ্বেষ।
সবুজ গ্রহের সুন্দর ধরণী আমাদের এ পৃথিবী,
সমুদ্রতীরবর্তী কিছু দেশ তখন হবে শুধই ছবি।
( ২০ ডিসেম্বর ২০০৯)