সত্যের পথ ধরো
সঠিক পথে চলো
করো না মিথ্যার অহংকার,
জগতের লোভ
যতই থাকুক ক্ষোভ
স্রষ্টার নাম যপো বারবার।
তিনি তো রহিম রহমান
সত্য আবহমান
ধন সম্পদের বড়াই করো না,
ক্ষণস্থায়ী এ জীবন
জন্মিলে মরণ
মৃত্যু কাউকে ক্ষমা করবে না।
কোরান হাদিস ধরো
স্রষ্টাকে স্মরণ করো
দান খয়রাত করো সবে,
নবির নামে দরুদ পড়ো
মিথ্যা ভণ্ডামি ছাড়ো
তবেই স্রষ্টাকে পাবে।
মিথ্যা ছলনার পিছে
যতই ছুটবে পড়বে নীচে
শেষে থাকবে না সময়,
কেন তুমি বুঝেও অবুঝ!
হৃদয় মন্দির করো সবুজ
স্রষ্টাকে ডাকো, এখনই সময়।
(২৫ নভেম্বর ২০১৭, শনিবার)