অনুভবে সোহরাওয়ার্দী উদ্যানের উজ্জ্বল প্রভা
সারাবাংলায় লেগেছিল তারই আভা,
বাংলা মায়ের স্বপ্ন আঁকা
লাল-সবুজের পতাকায় দেখা।
স্বাধীনতার ডাক
বাঙালির জয় বাংলার হাক,
দেশ মাতৃকায় জেগে ওঠা
সাত মার্চের ভাষণে মন্ত্রআটা।
জয় বাংলার স্লোগান
বীর বাঙালি পেয়েছিল প্রাণ,
তেজ সাহস আর ভালোবাসায়
স্বাধীনতার ডাক পেয়েছিল জয় বাংলা।
সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তির ডাক
পাক বাহিনী নিপাত যাক,
বাংলাদেশ মুক্তি পাক;
বজ্রকণ্ঠে জনসমুদ্রে দিলেন বাণী
স্বাধীনতার অমর কবিতাখানি।