আমাদের অনুপ্রেরণা
আমাদের সাহস
আমাদের দিক নির্দেশনা
সাতই মার্চের ভাষণ।
আমাদের ইতিহাস
আমাদের ঐতিহ্য
আমাদের চেতনায় মিশে আছে
সাতই মার্চের ভাষণ।
আমাদের চিন্তা চেতনা
আমাদের ধ্যান ধারণা
রক্ত কণিকায় একাকার
সাতই মার্চের ভাষণ।
আমাদের মুক্তির সংগ্রাম
আমাদের স্বাধীনতার সংগ্রাম
ঐক্যবদ্ধ করেছে জাতিকে
সাতই মার্চের ভাষণ।
শাসন-শোষণ নির্যাতনের প্রতিবাদ
শত্রুর মোকাবেলার হাতিয়ার
আমাদের মুক্তির মহাডাক
সাতই মার্চের ভাষণ।
আমাদের মহান কবিতা
আমাদের মহাকাব্য
যুগ সন্ধিক্ষণের মহেন্দ্রক্ষণ
সাতই মার্চের ভাষণ।
বিশ্ব ইতিহাসের এক অনন্য সৃষ্টি
অসাম্প্রদায়িক বাংলার কৃষ্টি
গণজাগরণে উজ্জীবিত-উদ্দীপ্ত করেছে
প্রত্যয় দীপ্ত সাতই মার্চের ভাষণ।
আমাদের জাতীয়তাবাদ
আমাদের জাতীয় ঐক্য,
আমাদের একতার সম্প্রীতি
সাতই মার্চের ভাষণ।
(০৭ মার্চ ২০১৩)