জীবনের বাঁকে বাঁকে
      হাসি-কান্নার ফাঁকে ফাঁকে,
অবারিত সুখ আসে
            ভালোবাসার সুবাসে।
মায়াভরা অশ্রুজলে
             দিবস রজনীর তলে,
কে ডাকে শীতর ছায়ায়
           ভালোবাসার মমতায়।
অবিরাম উৎকর্ষের রথে
          জীবন চলার পথে পথে,
অগ্রযাত্রায় এগিয়ে যাও
সময়ের হিসাব সময়ে করে নাও।
দূর করো সব দৈন্য দশা
        জাগিয়ে তোল স্বপ্ন আশা।
(রচনাকাল: ২৩ ডিসেম্বর ২০১৯)