চৈত্র দুপুরে মেঘের ঘনঘটা সন্ধ্যার ছায়া,
মহাধুমধামে ধুলাবালি উড়ে
শীলাবৃষ্টির মহামায়া।
মধ্যদুপুরে ঘর্ণিবায়ুর মহাউৎসব,
কেটে যায় চৈত্রের খরতাপ।
চৈত্রের উৎসবে
কালবৈশাখির আগমণী বার্তা,
রৌদ্রের মাঝে হঠাৎ ঈষাণকোনে,
আকাশ কালো করে আনে।
চৈত্র দুপুরের তপ্ত হাওয়া
কালবৈশাখির মেঘের ছায়া।
(৩১ মার্চ ২০০৯)