ধূসর ধুলোয় পড়ছে ঝরে
মান্দার ফুলের পাপড়িগুলো,
কোকিল পাখি ডাকছে দূরে
রোদ-দুপুরে অসস্তিতে মানুষগুলো।
কুকুরগুলো মুখতুলে
ডাকছে দূরে আমবাগানে;
কালবৈশাখীর ডানামেলে
নিরব ঘাতক চৈত্রবাণে।
নিরান্ন বিপন্ন ঔ মানুষগুলো
বিষণ্নতায় রাত কাটে
আবার চৈত্র নিশির চাঁদিময় বসে
রূপকথার গল্প আটে।
তীব্র গরম ধরার পরে
সজনে ডাটা ঝুলছে গাছে,
কাকের বাসার চারিধারে
কোকিল দেখ সুয়োগ খোঁজে।
আম বাগানে দস্যি ছেলে
আমের গুটি পাড়ছে কষে,
বিচিত্র রূপে রৌদ্র ছোটে
শুষ্ক রূপে বছর শেষে।