ব্যস্ত শহরের পথে
আমি আমার কবিতা পাঠ করলাম
    হঠাৎ থমকে দাঁড়াল জনতা
কেউ চলার গতিতে মাথা ঘুরিয়ে তাকালো।
    আমি আমার কবিতা শুনালাম।
          কিছু দূর যেতেই----
        ব্যস্ত শহরের মানুষ
                থমকে দাঁড়াল!

আমি আবার আমার কবিতা শুনালাম
   আনন্দ আর উৎফুল্ল দেখলাম
   ব্যস্ত শহরের সকলের মাঝে।
     আমার চোখে জল এলো
      শহরে শান্তি ফিরে এলো।
  হাহাকার হাহুতাশ দূর হলো,
        হাসি আনন্দ উৎসবে
মেতে উঠল ব্যস্ত শহরের মানুষ।

আমি আমার কবিতা উপহার দিলাম,
ব্যস্ততা ছেড়ে; আমাকে খুঁজতে লাগল
       আনন্দ উৎসবের মাঝে।
     আমি হলাম সকলের নয়নমণি।

   আমি আমার কবিতা বই চুমু খেলাম।
সকলের ভালোবাসায় চোখে জল এলো,
       ব্যস্ত শহরে শান্তি এলো;
      হাহাকার হাহুতাশ দূর হলো।
আমি আমার কবিতা পড়ে শুনালাম,
   আমার কবিতায় জেগে উঠল প্রাণ।
              (০১ মার্চ ২০১২)