জ্বলছে বাংলাদেশ, জ্বলছে উন্নয়ন ;
বিবেক জাগে না। দেখছে জনগণ।
আগুন লাগিয়ে উল্লাস, আর একটা পুড়ছে ;
অধিকার আদয়ে ধ্বংসের খেলা, খেলছে।
ছাত্রদের সামনে দিয়ে  গোপনে সন্ত্রাসী ধ্বংসের খেলা,
ক্ষমতার লোভে বিবেক হারিয়ে করছে জলঘোলা।
সরকারের ভুল, রাষ্ট্রের ক্ষতি তারই মাসুল,
বিরোধী পক্ষ সন্ত্রাসে দক্ষ ধ্বংসই তাদের মূল।