তোমাদের পিপাসার্ত আত্মাকে
ভরিয়ে তোলো অমরাবর্তীর ঐশ্বর্যে,
জাগিয়ে তোলো স্বপ্নপূরণের কল্পলোক;
বাস্তবতা খোঁজ আলস্য আর অবহেলা ভুলে,
মহামনীষিরা অমসৃণ পথকে মসৃণ করেছে কালে কালে।
পরর্চ্চা আর পরশ্রীকাতরতা ছেড়ে এসো আত্মশুদ্ধির পথে,
স্বপ্ন ছেড়ে আলোকিত প্রান্তরে এসো, বাস্তবতার খোঁজে।
জ্ঞানের সাগরে ডুবদিয়ে ছুটে চলো গোলপোষ্টে,
স্বপ্নের পথ ধরে বাস্তবের আঙ্গিনায় চলো।
ছড়িয়ে পড়ো বর্হিবিশ্বে সুপ্তপ্রতিভার মনোজগতে,
শত-শতাব্দীর অন্ধকার, আলোকিত করো আলোতে।
প্রতিভাদের অনাদর জাতিকে করে নিঃস্ব অগ্রযাত্রতে।
তারুণ্যের অগ্রযাত্রাতে বাঁধা আসে বারবার,
তবু প্রতিভা এগিয়ে চলে আলোকিত করে,
মনো জগতের অন্ধকার দূর করো, আলোকিত করে।
আলোকিত করো কল্পলোক, অমরত্বের পথে।
(০৮ অক্টোবর ২০১৭)