স্বপ্ন ছাড়া আমাদের জীবন অচল
আমরা বাঙালিরা স্বপ্নবাজ জাতি
স্বপ্ন দেখতে আর দেখাতে ভালোবাসি।
বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র লড়াইয়ে
আমরা স্বপ্ন দেখাচ্ছি বারবার,
আমরা বৃটিশ থেকে পাকিস্থানি হলাম
কিন্তু কি পেলাম!
যেন ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উননে।
সবাই সচেষ্ট বাঙালি দমনে।
সমাজতন্ত্রের বদলে পুঁজিবাদীতন্ত্র
আমরা হোঁচট খেলাম!
গণতন্ত্র বাঁধাগ্রস্থ হলো
বৈষম্য সীমাহীন ভাবে বাড়তে লাগল
স্বপ্ন থেকে গেলো অধরা।
গণতন্ত্র যেন অন্ধের হাতি দেখার মতো,
পাঁচ বছর পরপর লাইনে দাঁড়িয়ে ছিল মারো।
রাজনৈতিক দলগুলো ফেরিওয়ারার মতো
চমকপ্রদ বিজ্ঞাপনের মতো
নিজ পণ্যের গুনগান।
আমাদের স্বপ্নের থাকে না সমন্বয়।
দুর্ভগ্যজনক! চেয়ে আছি চাতক পাখির মতো,
আমরা প্রতারিত হচ্ছি। স্বপ্নভঙ্গ হচ্ছে,
নেতার নীতিহীন আদর্শে সুফলগুলো চুষে নিচ্ছে।
(০৬ জানুয়ারি ২০১৮)