প্রমত্তা পদ্মার উপর সেতু
শিল্প বিপ্লবের পথে বাংলাদেশ,
বঙ্গবন্ধু সেতু উত্তরবঙ্গের মঙ্গাকে করেছে দূর
পদ্মা সেতু সমৃদ্ধি আনবে বাংলাদেশ।
কর্মসংস্থানে ঘুরিয়ে দিবে অর্থনৈতিক মোড়
পরনির্ভরশীলতা থেকে মুক্তি পাবে বাংলাদেশ।
পদ্মা সেতু আমাদের সক্ষমতার প্রতীক
আমরাও পারি দেখিয়েছে বাংলাদেশ।