অবাক বিস্ময়ে দেখছে বিশ্ব
সমৃদ্ধির পথে বাংলাদেশ,
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ¯্রােতস্বিনী নদীর উপর
নির্মিত সেতু, নিজস্ব অর্থায়নে বাংলাদেশ।
স্বপ্ন ছুঁয়েছে আত্ম প্রত্যয়ে
দীর্ঘ গৌরব অর্জনে বাংলাদেশ,
বঙ্গবন্ধুর কন্যার তেজদ্বীপ্ত অঙ্গিকারে
নিজস্ব অর্থায়নে গড়ছে সেতু বাংলাদেশ।