সরকারি চাকরি পেলেই সব ফাড়া কেটে যাবে,
তুমি হবে জাতির রাজা, এলাকার মাস্তান;
আরক’টা দিন।
এই সুদিন এলো বুঝি!
সব অপবাদ যাবে মুছে,
কাজ পাবে বড়বড়
যেন মেগা লুটপাট।
উন্নয়ন গোল্লায় যাক শান্তি দূরে থাক।
যানজট আর মিথ্যা মামলার ভয় দেখিয়ে,
পকেট ভারি করতে
লুটপাট আর দুর্নীতি উপরি আয় চালিয়ে যাও!
চাঁদবিাজি আর বখরা আদায়ে থাকো ব্যস্ত,
কেননা জমি বেচে, ঋণ নিয়ে টাকা দিয়েছ সমস্ত।
দালালের মাধ্যমে চাকরিতে আসা,
এখন বলুন, কি করবে ঐ কর্মকর্তা-কর্মচারি!
দায়িত্বের চেয়ে,
ঋণ শোধে নীতিহীন কাজে ব্যস্ত,
তাই তো উপরি আয় বেশি দরকার।
যেন, যা কিছু পাও লুটেপুটে খাও;
উন্নয়ন রাজপথ থেকে দৌড়ে পালায়।
নীতিহীন কর্মকর্তার যোগ সাজসে
প্রকল্প বাস্তবায়নের আগেই বিলপাশ।
ঠিকাদার বলে, টেণ্ডার পেয়ে গেছি
এবার বাড়িটা কম্লিট হয়ে যাবে---
এখন বলুন, ব্রিজ বা রাস্তার কি হবে?
কখনো কাজ ফেলে টাকা তুলে চম্পট,
আরকি বলব, এ সবই তো
আমাদের সমাজের বাস্তব চিত্র।
(১২ জুলাই ২০১৭, বুধবার)