রাতের আঁধারে জোনাকির আলোতে,
ভুতেরা সব জড়ো হয় বটতলাতে।
মিটিং-এ বুড়ো ভূত সর্দার,
তার কাছে কতসব আবদার?
ভুতেদের প্রিয় খাবার মিষ্টি,
তাই তো মণ্ডা-মিঠাইয়ে থাকে দৃষ্টি।
ভুতেরা ঘোরে মিষ্টির দোকানে,
অন্ধকার প্রিয় তাই যায় না দিনে।
গল্প করে গাছের আড়ে
ভয় দেখাতে আসে তেড়ে।
একাকি পেলে ছাড়ে না,
ভয় দেখাতে অদ্ভুত বাহেনা।
অন্ধকারে যত সব কাণ্ড,
বাতাসের মতো গতি প্রচণ্ড।
গা ছমছম দিনের বেলাতে,
হাও-মাও-খাও আজব শব্দ রাতে।
রাতে বটতলাতে গেলে কেউ ফেরে না!
একাকি ওখানে কেউ যায় না।
(রচনাকাল: ৩১ জানুয়ারি ২০২০)