এসেছে নতুন বছর, মেতেছে বাংলা হাসি আনন্দে;
সেজেছে গ্রাম শহর নগর বন্দর নব ছন্দে।
চৈত্র-সংক্রান্তি শেষে
ভোরের সূর্য হাসে।
বিদায়ী বছরের দুঃখ জ্বরা গ্লানি হিংসা ভুলে,
বর্ষবরণ মিলনে বাঙালির উৎসব মহামিলনে।
সারা বাংলা তথা রমনার বটমূলে,
নববর্ষের উৎসবে জড়ো হয় হিংসা ভুলে।
নবযাত্রা বাঙালির পহেলা বৈশাখে,
নতুন প্রভাতে আগামী দিনের ছবি আঁকে।
এসেছে নতুন বছর, এসেছে বৈশাখ;
নবযাত্রায় আজ সবই পুরাতন ব্যথা ভুলে যাক।
তাই, মেতেছে বাঙালি বর্ষবরণ উৎসবে,
বৈশাখ আজ ধরার বুকে।
মিলেমিশে যেন সবাই থাকি সুখে।
সারাটি বছর বাঙালির সংস্কৃতি নিয়ে বুকে।
চৈত্র শেষে বৈশাখ প্রভাতে বসে মিলন মেলা,
কৃষাণীরা ছিন্নি পায়েস রাঁধে সারাটি বেলা।
পান্থা ইলিশ খাওয়া আজ শহুরে ফ্যাশান,
পাজামা পাঞ্জাবি, শাড়ি লুঙ্গি বাঙালির প্রাণ।
বাংলার রূপ বাঙালির গানে,
গ্রামীন মেলা বাঙলিত্ব আনে।