গ্রীষ্মের খরতাপে, ধরণী কাঁপে কাঁপে;
বিদগ্ধ মানুষের মন,
অসহ্য গরমে ছটফট, ধুলোয় সাগর পথঘাট;
আকাশে মেঘের গর্জন।
দেখতে দেখতে বর্ষা, গ্রীষ্ম হলো সারা;
জীব জগত লাভিল নবজীবন,
আকাশে মেঘ জলভরা, ধরায় ঝরবে জলধারা;
শস্য ক্ষেতে কৃষকের মন।
বিধাতার আর্শিবাদ, ধরাতলে প্রচুর বারিপাত;
শীতল স্নিগ্ধ সবুজ করে,
আকাশ প্রায়ই মেঘাচ্ছন্ন, মুহুমুহু মেঘ গর্জন;
বর্ষা অপূর্ব শ্রী ধারণ করে।
বিদ্যুৎ চমকায় মেঘের গর্জন, ঝলকে দোলে মন;
বাজ পড়ে মরে মানুষ জন,
গ্রীষ্মে নদ নদী পুকুর শূন্য, বর্ষায় কানায় কানায় পূর্ণ;
নয়নাভিরাম শ্যাম শোভা বন।
ভেদক গর্তের ভিতর, আনন্দে কীর্তন কলরব;
মেঘের উৎফুল্ল ময়ূর পুচ্ছ,
আনন্দে করে নিত্য, বসুন্ধারা সজীবতা প্রাপ্ত;
বিরামহীন বর্ষণে পথ পিচ্ছ।
পল্লী প্রকৃতি সর্বত্র, সবুজ সমারোহে বৈচিত্র্য;
উপভোগ্য অপূর্ব শোভায়,
বর্ষায় স্ফীত জলাধার, বন্যাজলে চৌদিক একাকার;
পলিতে জমির উর্বরতা বাড়ায়।
কৃষি প্রধান দেশ, বর্ষা ঋতুতে প্রবেশ;
সুজলা সুফলা শস্য শ্যামলা,
বিচিত্র রঙের ফুল, কল কল নদীর দু’কূল;
রসনা তৃপ্তিতে আনারস কলা।
কুসুমে কীট আছে, চন্দ্রে কলঙ্ক আছে;
সীমাহীন দুঃখ কষ্ট বর্ষায়,
মুসলধারায় বারিপাতে, অবর্ণনীয় কষ্ট তার সাথে;
যাতায়াতে বিঘ্ন ঘটায়।
মুক্ত বায়ু করে খেলা, নদীর জল ঘোলা;
দূষিত পানি করে পান,
ব্যাপক পানি বাহিত রোগে, জর্জরিত কষ্ট শোকে;
নষ্ট অমূল্য প্রাণ।
মশা আর মাছি,, সাপের উপদ্রব বেশী;
আশ্রয়নেয় লোকালয়ে,
সাপের কামড়ে মরে, ডেঙ্গু ম্যলেরিয়া জ্বরে;
বর্ষায় দিন কাটে ভয়ে ভয়ে।