বর্ষাকে দেখেছি ছিন্নমূল মানুষের মাঝে,
না খেয়ে থাকার কষ্টে;
জবুথবু পড়ে থাকা বস্তিত্বে।
কাক ভেজা সংসারে
কর্মহীন দিন মজুরের হাহাকারে,
রোগ-ব্যাধির আলিঙ্গনে ধ্বংকারী রূপে।
বর্ষাকে দেখেছি নাগরিক রূপে, দৃষ্টির জানালায়;
বৃষ্টি স্নাত আবেগ মেশানো মিষ্টি গানের ঝুল বারান্দায়।
ছিমছাম ঢুলুঢুলু আবেগী মনে চায়ের চুমুকে
আরাম কেদারায় শিহরিত মনে দু’জনে।
বর্ষাকে দেখেছি
সুশোভন নাগরিক বৃষ্টির সৌন্ধর্য খোঁজে,
আর গ্রাম্য রূপের কোমলতার চেয়ে রূঢ়তার ভাঁজে ভাঁজে।
বৃষ্টির অশোভন আচরণে মাথা গোজার ঠাঁই খোঁজে
কখনো স্বপ্নের করিডোরে সুখ স্বপ্নে দু’জনে ভেজে।