উদ্দেশ্যবিহীন, ভবঘুরে-ছন্নছাড়া
                     জীবন যখন কুপথে ধায়,
বইয়ের সাগরে ডুব দাও,
                  দেখবে জীবন হবে মধুময়।
বই হলো তাই জ্ঞানের প্রতীক,
                       চিন্তালোকের দীপশিখা,
মেধাবিকাশে, স্বপ্ন পূরণে বই
                     জীবনের জ্যোতির রেখা।