বইয়ের সাথে প্রেম করো, সখ্য গড়ো,
                            বই যেন হয় প্রিয়তমা;
বিপদ কালে পথ দেখিয়ে বই কাটিয়ে দিবে
                               তোমার ঘোর অমা।
বই একাকীত্ব দূর করে দেয়,
                    জীবন পথের আলোক শিখায়,
বই হলো জীবনের জ্ঞান-ভান্ডার
                      সঠিক জানার প্রধান উপায়।