ভাবছ বসে, ফেলনা কাগজ,
সময় নষ্ট করে পড়ে কি হবে!
জানতে হলে, বুঝতে হলে,
বইয়ের কাছে যেতেই হবে।
বই না পড়ে এ জগতে ক’জন
হয়েছে জ্ঞানী-বিজ্ঞানী!
বই পড়ো আর বই লেখো
তবেই হবে ধরার বুকে সম্মানী।