বই আমাদের জ্ঞানের আলো
               সঠিক পথের অমূল্য ধন,
বই-এর মাঝে দীপশিখা জ্বালো,
                বই যেন হয় সবার পণ।
বই হলো মনের সুখ, আনন্দ,
           জ্ঞানভাণ্ডার, স্বর্গে ওঠার মই,
জ্ঞান-গরিমা, শিক্ষা-দীক্ষা,
       চলার সাথী পথ যে দেখায় বই।