বঙ্গদেশ

এই বাংলার পরতে পরতে নিসর্গের শোভা,
নির্মল উজ্জ্বল মনমোহিনী রঙের প্রভা।
রূপমাধুরীর সুশীতল অপরূপ লীলাভূমি,
পাখি ডাকা ছায়া ঢাকা সবুজের এ বঙ্গভূমি।
বিচিত্র রূপের রূপসী বাংলা সোনালী এদেশ,
ভালোলাগা, ভালোবাসার স্বাধীন বাংলাদেশ।
(০৮ এপ্রিল ২০১৬)