বৈশাখের খরতাপে
ধরণি কাঁপে কাঁপে
মাঠ ঘাট চৌচির,
চোখ মুখ ছলছল ,
নদ নদী খাল বিল
শুকিয়ে হাটুজল।
রৌদ্রে মরীচিকার খেলা
মধ্যদুপুরে পথ ঘাট ফাঁকা।
পথচলা একা একা,
হঠাৎ কালবৈশাখির দেখা।
ধেয়ে আসে কালোমেঘ
তীব্র তার গতিবেগ।
ফসলের ক্ষতি শীলাবৃষ্টি,
এ সব কালবৈশাখীর কৃষ্টি।
ঘূর্ণির গতিবেগে
প্রকৃতি যেন ওঠে রেগে,
বৈশাখের খরাতপে।
ধরণি কাঁপে কাঁপে
গুটি আম অঁটি আমে
ঢিল ছোড়ে বাগানে
রোদ্দুরে কালবৈশাখী বৃষ্টি
প্রকৃতিতে সজীবতা আনে।