বৈশাখ শেষে জৌষ্ঠ মাসে আম বাগানের ছায়ায়,
দস্যি ছেলে ঘুরে বেড়ায় ভর দুপুরের তপ্ত হাওয়ায়।
ঝড় এলেই আম বাগানে ছোটাছুটির ধুম পড়ে যায়,
এগাছ ওগাছ নুয়ে পড়ে কালবৈশাখীর দমকা হাওয়ায়।
শিলা-বৃষ্টি আর মুহু মুহু বজ্রপাতে,
দস্যি ছেলে আনন্দে মাতে।
সন্ধ্যা দুপুর আনন্দ ধারায় সূর্য উঠার আগেই তলায়,
কোন বাঁধার ধারধারে না আম কুড়াতেই আনন্দ পায়।