বর্ষাকে দেখি ফসলী মাঠে
ঊষার ভূমিতে,
কৃষকের গানে উদোম শরীরে
লাকড়ির সন্ধানে কৃষাণীর দুঃখে
বৃষ্টি ভেজা রান্নাঘরে
রাখালের মেঠো সুরে।
শত কষ্টে ফসলের ক্ষেতে ব্যস্ততার মাঝে।
বর্ষাকে দেখি কদম ডালে
কাক কোকিলের গানে গানে,
অজস্র ফুলের সমারোহে
বন-বৃক্ষ-লতার সজীব মনে
নব চঞ্চল উদ্যোমে।
বর্ষায় দেখি নবজাগরণ জেলেদের মাঝে
সাজ সাজ রব জলজীবী পাড়ায়
আয়ের উৎসে জলপূর্ণ সমুদ্রের ডাকে
রক্তে জলের টান।
মৎস শিকারের আশায়,
ইলিশ মৌসুমে শঙ্খ বাজে
মৎস দেবির খোঁজে।
নৌকায় নেমে পড়ে
কখনো বা অভিশাপ রূপে
জীবিকার খোঁজে সমুদ্রে নিখোঁজ।
বর্ষায় দেখি নদী ভাঙ্গা মানুষের কষ্ট
কেড়ে নেয় অস্তিত্ব।
চেয়ে থাকে বারি সিক্ত নয়নে
গিলে খায় ফসলী ক্ষেত,
উপকূল গৈরিক গলা জলে;
রিলিফ ক্যাম্পে চলে লুট,
ছেড়ে চলে আপন বসতি।