মাতাল হয়ে ফিরছ ঘরে
খাচ্ছ কেন মদ?
নগর নটীর যাচ্ছ কাছে
কেমন তুমি বদ!
চারিদিকে ছিঁছিঁ পড়ে
ধিক্কার দিচ্ছে সব,
প্রশ্ন তোলে কেমন তুমি
কেমন তোমার স্বভাব?
ফিরছ ঘরে মদ গিলে
কেমন তুমি বদ ছেলে,
মাতাল হয়ে ফিরছ ঘরে
আগেও কি বদ ছিলে?
(৩১ জানুয়ারি ২০১০)