মানব শরীরের রক্তকোষে ডুকেছে ঘাতক,
বিজ্ঞজনেরা চেষ্টা চালাচ্ছে দিনরাত সর্বাত্নক।
বিষাদে ছুঁয়েছে মন, দীর্ঘ পদধ্বনি;
কারাগার আজ ঘর কতদিন জানি!
অপরাধ ভর করে বেঁচে থাকার পরতে পরতে,
তাকিয়ে থাকে কেউ কাউকে পারে না ছুঁতে।
জীবনের কলেবর থেমেছে। গিয়েছে সব নির্বাসনে,
আতঙ্কিত মুখ গলিত চাহনি জনমনে।
বিপন্ন অন্ধকারে ডুবছে সমাজ,
প্রকৃতির প্রতিশোধ সময়ের বুকে এঁকে দেয় তাজ।
মেঘের ঘনঘটা দুপুরের রৌদ্দুরে,
সুসংবাদ নেই, দুঃসংবাদ চারিধারে!
অমরকাব্য নিমগ্নতায় হাসে। পুরাতন নিয়মে,
চকিত চাহনির প্রতি দমেদমে।
নীলাভ অনুধাবন নগন রক্তকোষে,
অণুজীব হাসে যুগে যুগে আমাদের দোষে।
(২২ মে ২০২০, শুক্রবার)