রাষ্ট্রের বিরুদ্ধে, উন্নয়ণের বিরুদ্ধে হিংসার বর্হিপ্রকাশ!
নিখুঁত পরিকল্পনা, অব্যর্থ নিশানা ধ্বংস বিনাশ।
শিক্ষার্থীদের ক্ষোভ দুঃখ বেদনা আর প্রাপ্তি-অপ্রাপ্তির প্রতিবাদ,
অপশক্তিগুলো লুফে নেয়, সরকারের উন্নয়ণে করে আঘাত।
সরকার বোঝে না কোমলমতিদের দাবি,
তাই তো সংঘাতময় দেশ জুড়ে প্রতিহিংসার ছবি।
দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বর্হিপ্রকাশ এ আন্দোলন,
ধ্বংসলীলায় সোনার বাংলায় রক্তক্ষরণ।