দৃশ্যাতীত পদচিহ্নে পুনর্বার রক্ত ঝরে,
মর্মে বাজে অমর কবিতা।
বেদনার রক্তক্ষরণ গোধুলি সন্ধ্যায়,
নিসর্গে ডুবে যায় নবমীর চাঁদ
বড় বিস্ময় লাগে মেঘের ক্রন্দন!
আলোকিত ভূবনে, দ্রোহ ধরে
চলে বিষাদের রক্তসঞ্চালন,
পুরানো আঁচল খসে পড়ে
বেরিয়ে আসে পরাজিত শত্রুর মুখ!
ব্যাথিত মোহনায় ভালোবাসা হারায়
বেঁচে থাকে আশা জমাট বাঁধা রক্তে!
(১০ আগস্ট ২০১৩)