নেতা-নেত্রীর কণ্ঠে
নির্ভেজাল স্বদেশী বাণী নেই,
ভাষা খোঁজে জাতি,
স্বদেশপ্রেম চায় দেশ সেথায়।
স্বপ্নের বাস্তবায়ন আর
আদর্শের দেশপ্রেম আজ,
অসহায় নিরীহ খেটে খাওয়া
জনতার সংগ্রামী তাজ।
দাঙ্গাহাঙ্গামা কিংবা সহিংস
আন্দোলন চায় না জনতা,
আদর্শের ভরাডুবি! মহাসংকটে জাতি
কোথায় মানবতা!
পরাজিত শক্তি আবার
সহিংসতায় মেতেছে সন্ত্রাসে,
রাষ্ট্রীয় সন্ত্রাসে পুলিশ অসহায়
কাঁপে দেশ ভয়ে ত্রাসে।
পুড়ছে দেশ, বার্ণ ইউনিটে দগ্ধ
মানুষের অসহায় গোঙ্গানি,
অপরাধীদের ঠেকাতে নাশকতা
দেশময় সবাই জানি!
গলিত লাশের পঙ্কিলতা কালিমা
কদার্যে ডুবছে জাতি,
ভুগছে দেশ-জাতি-জনতা
ওরা ছড়াচ্ছে সর্বদা ভীতি।
সুযোগ বুঝে ফুলের পাপড়িতে
দংশন করছে পরাজিত শক্তি,
মেতে ওঠে ধ্বংসের হোলিখেলায়,
জানিয়ে দেয় তাদের শক্তি।
(২৩ নভেম্বর ২০১৩)